আরও এক বছরের চুক্তি রয়েছে। তবে ম্যানচেস্টার ইউনাইটেডকে ক্রিস্টিয়ানো রোনালদো অনুরোধ করেছেন, যেন ভালো প্রস্তাব পেলে তাকে ছেড়ে দেওয়া হয়। ম্যানইউ আসন্ন চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিতে না পারাই পর্তুগিজ ফরোয়ার্ডের ওল্ড ট্র্যাফোর্ডে থাকতে অনাগ্রহ। ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার ঘোষণা দেওয়ার পর বেশ কয়েকটি ক্লাবের সাথে জড়িয়ে গেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর সম্ভাব্য দলবদল। এবার সেই তালিকা থেকে বাদ গেল বায়ার্ন মিউনিখ।
জার্মান জায়ান্টদের প্রধান কার্যনির্বাহী অলিভার কান জানিয়েছেন পর্তুগীজ অধিনায়ককে স্কোয়াডে টানতে চান না তারা।
গুঞ্জন উড়িয়ে দিয়ে জার্মান সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কিংবদন্তি গোলকিপার কান বলেন, রোনালদোকে সব সময় অন্য চোখে দেখি। আমার মতে সে ফুটবল ইতিহাসের সেরা। তাকে আমরা দলে টানছি না। এটা আমাদের দর্শনের সাথে যায় না।
জার্মান গণমাধ্যম কিকারকে কান বলেছেন, ক্রিস্টিয়ানো রোনালদোকে আমি অন্যতম সেরা মনে করি। কিন্তু তাকে ক্লাবে আনা আমাদের দর্শকের সঙ্গে খাপ খায় না।
বায়ার্ন মিউনিখ না বলায় রোনালদোর সম্ভাব্য ঠিকানা হতে পারে চেলসি, বার্সেলোনা, নাপোলি কিংবা রোমা। যদিও এখন পর্যন্ত এদের কেউই পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর জন্য আনুষ্ঠানিক প্রস্তাব নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের দরজায় হাজির হয়নি। ইংল্যান্ডের বিভিন্ন সংবাদমাধ্যম রোনালদোর ভবিষ্যৎ ঠিকানা হিসেবে এগিয়ে রাখছেন প্রিমিয়ার লিগের ক্লাব চেলসিকে।
এদিকে সম্প্রতি স্প্যানিশ প্রচারমাধ্যম এএস জানিয়েছে, বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তার সাথে বৈঠকে বসেছিলেন রোনালদোর এজেন্ট জর্জ মেন্ডেস। সেখানে রোনালদো ছাড়াও রুবেন নেভেস, রাফা লিও এবং বার্নার্দো সিলভাকে নিয়ে আলোচনা করেছেন তারা। তবে প্রাধান্য দেওয়া হয় সিআরসেভেনের সম্ভাব্য দলবদল নিয়ে। দীর্ঘদিন রিয়াল মাদ্রিদের হয়ে খেলায় রোনালদো কাতালানদের জার্সি গায়ে জড়াবেন কিনা, সেটা ভেবেই ঘুম হারাম হয়ে যাচ্ছে সমালোচকদের।
সূত্র- ইএসপিএন, দ্যা গার্ডিয়ান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ