চলতি বছর জানুয়ারি মাসে ক্রিকেটারদের ম্যাচ পারিশ্রমিক বাড়িয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টেস্ট, ওয়ানডে ও টি-২০ ক্রিকেটের ম্যাচ বেড়েছিল মোটা অংকের। আবারও ক্রিকেটারদের ম্যাচ পারিশ্রমিক বাড়ানোর চিন্তাভাবনা করছে বিসিবি। তবে ওয়ানডে ও টি-২০ ক্রিকেটে নয়, টেস্টে পারিশ্রমিক বাড়ানোর প্রস্তাব রয়েছে বলেন বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস, ‘টেস্টে পারিশ্রমিক বাড়ানোর প্রস্তাব আছে। এখনো চূড়ান্ত হয়নি।’ আগের টেস্ট পারিশ্রমিকের কত শতাংশ বাড়ানো হবে। শোনা যায়, ২০ শতাংশ বাড়তে পারে। যদিও চলতি বছরের টেস্টে পারফরম্যান্স আহামরি নয় টাইগারদের। মাউন্ট মঙ্গানুইয়ে বছরের প্রথম টেস্ট জিতেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে ড্র করেছিল। একপেশে লড়াইয়ে হেরেছে ক্রাইস্টচার্চ, দক্ষিণ আফ্রিকায় দুটি টেস্ট, মিরপুরে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট হেরেছে। বর্তমানে টি-২০’র ম্যাচ পারিশ্রমিক ২ লাখ টাকা, ওয়ানডেতে ৩ লাখ টাকা এবং টেস্টে ৬ লাখ টাকা। এর আগে টি-২০ ক্রিকেটে ম্যাচ পারিশ্রমিক ছিল ১ লাখ ২৫ হাজার টাকা, ওয়ানডেতে ২ লাখ টাকা এবং টেস্টে ৩ লাখ টাকা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ