টেস্ট হারের ধাক্কা সামলে টি-২০ সিরিজে দুরন্ত কামব্যাক করল ভারত। যদিও কাজটা মোটেও সহজ নয়। ঘরের মাঠে জস বাটলাররা টি-টোয়েন্টি দল হিসেবে কতটা শক্তিশালী, সেটা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয় না। তবুও ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দাপুটে জয় তুলে নিয়ে সিরিজে ১-০ এগিয়ে গেল। পাশাপাশি গড়ে ফেলল নতুন রেকর্ডও।
বৃহস্পতিবার ভারত ৫০ রানের বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে। ইংল্যান্ডের মাটিতে তাদেরই বিরুদ্ধে টি-টোয়েন্টিতে সর্বকালের সবচেয়ে বড় জয় পেল ভারত। এত বড় রানের ব্যবধানে এর আগে ব্রিটিশদের তাদের ঘরের মাটিতেই কোনও টি-টোয়েন্টি ম্যাচে কোনও দলই হারাতে পারেনি। ২০১৩ সালে অস্ট্রেলিয়া অবশ্য ইংল্যান্ডে এসে তাদের টি-টোয়েন্টি ম্যাচে ৩৯ রানে হারিয়েছিল। সেই রেকর্ড নয় বছর পর ভেঙে দিল ভারত।
প্রথমে ব্যাট করে ভারত আট উইকেটে ১৯৮ রান করেছিল। হার্দিক পাণ্ডিয়া ৫১, সূর্যকুমার যাদব ৩৯ এবং দীপক হুডা ৩৩ রান করেন। ইংল্যান্ডের মইন আলি এবং ক্রিস জর্ডান দুটি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে তিন বল বাকি থাকতে ১৪৮ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। মইন আলি সর্বোচ্চ ৩৬ রান করেন। এছাড়া হ্যারি ব্রুক ২৮ এবং ক্রিস জর্ডান অপরাজিত ২৬ রান করেন। ভারতের হার্দিক একাই চার উইকেট নেন। আর্শদীপ সিং এবং যুজবেন্দ্র চাহাল দুটি করে উইকেট নিয়েছেন।
বিডি প্রতিদিন/কালাম