কেন রান পাচ্ছেন না ভারতের অন্যতম সেরা অস্ত্র? কেন বিশ্বের অন্যতম ধারাবাহিক ব্যাটারের ব্যাটে চলছে দীর্ঘতম রান খরা? বিরাট কোহলিকে নিয়ে এখন এই সব প্রশ্নের জোয়ার। টুইটার থেকে ফেসবুক, ইন্সটাগ্রামে তাকে নিয়েই চলছে চর্চা। বিরাট কোহলির রান না পাওয়ার কারণ কী? সুনীল গাভাস্কার এবার কোহলির ত্রুটি সামনে আনলেন। ধারাভাষ্যকার হিসেবে যেমন গাভাস্কার বিশ্বের অন্যতম সেরা, তেমনই বিশ্লেষক হিসেবেও তাকে অত্যন্ত গুরুত্ব দেয় ক্রিকেট দুনিয়া। সেই তিনি ভারতীয় টিমের সুপারস্টারের ব্যাটিং ত্রুটি তুলে ধরছেন। তিনি যা বলছেন, তা কিন্তু বেশ চিন্তার।
এজবাস্টন টেস্টে দুই ইনিংসে ১১ ও ২০ রান করেছেন বিরাট কোহলি। গত সফরের বাকি থাকা টেস্ট ম্যাচে ভারতের হারের পিছনে অন্যতম কারণ হল বিরাট কোহলির ফর্মে না থাকা। এজবাস্টন টেস্টে ঋষভ পান্ত, চেতেশ্বর পূজারা, রবীন্দ্র জাদেজার মতো ক্রিকেটাররা রান পেলে কিন্তু খারাপ অবস্থা হত ভারতের। ওই টেস্ট হারের ফলে ২-২ হয়ে গেছে সিরিজ। একই সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও পিছিয়ে পড়েছে ভারত।
সুনীল গাভাস্কারের মতে, ইংল্যান্ডে ভালো খেলার যুক্তিই হল, যতটা সম্ভব দেরিতে শট খেলা। বলকে কাছে আসতে দিতে হয়, তারপরই স্ট্রোক নেওয়া উচিত। বিরাট কোহলির ব্যাটিংয়ের রিপ্লে যতটুকু দেখেছি, মনে হয়েছে, সে একটু দ্রুত শট খেলার চেষ্টা করেছে।
দক্ষিণ আফ্রিকা তাদের ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে চতুর্থ ইনিংসে রান তাড়া করে জিতেছিল। ইংল্যান্ডও এজবাস্টেনে ভারতের বিরুদ্ধে রান তাড়া করে জিতেছে। একই ঘটনা বারবার ঘটছে কেন, তা নিয়ে টিম ম্যানেজমেন্টকে ভাবতে হবে।
গাভাস্কার বলেন, এটা দুশ্চিন্তার একটা দিক যে, কোনও সন্দেহ নেই। ৩৭৮ চতুর্থ ইনিংসে কিন্তু বেশ বড় রান। সবচেয়ে বড় কথা হল, পঞ্চম দিন পিচে যথেষ্ট সময় কাটিয়েছে ইংল্যান্ডের ব্যাটাররা। ১০০ মিনিটে তারা ১২০ রান করেছে। এটা কিন্তু ভাবনার বিষয়। এমনও হতে পারে, ভারতীয় বোলাররা অন্য ভাবে লড়াই ফেরার চেষ্টা করেনি। অনেক সময় প্রয়োজনে রাউন্ড দ্য উইকেট বোলিংও করতে হয়। তাতে একটা অন্য অ্যাঙ্গল তৈরি করা যায়। সে ভাবে ওটা করা হয়নি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ