শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে শতরানের দেখা পেলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভেন স্মিথ। একই সঙ্গে ফুরালেন ১৭ মাসের টেস্ট শতকের অপেক্ষা। এর মধ্য দিয়ে ফ্যাবুলাস ফোরের জোর রুটকেও স্পর্শ করলেন স্মিথ।
সর্বশেষ ২০২০ সালের ডিসেম্বরে ভারতের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট শতক পেয়েছিলেন স্মিথ। এরপর কেটে গেছিল ১৭ মাস এবং ১৬ টেস্ট ইনিংস কিন্তু কাঙ্ক্ষিত শতকের দেখা মিলছিল না স্মিথের ব্যাটে। অবশেষে শুক্রবার (৮ জুলাই) শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে তিনি তুলে নিলেন ক্যারিয়ারের ২৮তম সেঞ্চুরি। ১৯৩ বল খেলে ১৩টি চারের সাহায্যে সেঞ্চুরি পূর্ণ করেন অজি এই ব্যাটসম্যান। শেষ পর্যন্ত ১৪ চারে ১০৯ রানে অপরাজিত থেকে প্রথম দিন শেষ করেছেন।
গত দেড় বছরে ১১টি টেস্ট শতক হাঁকিয়ে ২৮টি টেস্ট শতক করে ফেলেছিলেন ইংলিশ ব্যাটসম্যান জো রুট। পেছনে ফেলেছিলেন স্মিথ ও বিরাট কোহলিকে। এবার স্মিথ নিজের ২৮তম টেস্ট শতক হাঁকিয়ে স্পর্শ করলেন রুটকে। এদিকে স্মিথের সেঞ্চুরিতে গলে প্রথম দিন শেষে ভালো অবস্থানে আছে সফরকারী অস্ট্রেলিয়া
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ