চেন্নাই সুপার কিংসের সঙ্গে কি নতুন করে দূরত্ব বাড়ছে রবীন্দ্র জাদেজার? ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের মাঝেই নতুন করে উসকে গেল সেই জল্পনা। উসকে দিলেন খোদ জাদেজা।
নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নাকি ২০২১ এবং ২০২২-এর আইপিএল মৌসুমের চেন্নাই সংক্রান্ত সমস্ত পোস্ট মুছে ফেলেছেন ভারতীয় অলরাউন্ডার, যা বেশ অবাক করার মতোই।
চেন্নাইয়ের সঙ্গে তার সখ্য দীর্ঘকালীন। ২০১২ সাল থেকে নিজেকে চেন্নাইয়ের নির্ভরযোগ্য তারকা হিসেবে তুলে ধরতে সফল জাদেজা। কিন্তু চলতি বছর নেতৃত্বের দায়িত্ব পাওয়ার পরই যেন ছবিটা ওলটপালট হয়ে যায়। তার কাঁধে অধিনায়কত্বের গুরুভার তুলে দিয়েছিলেন খোদ মহেন্দ্র সিং ধোনি। কিন্তু অধিনায়ক হিসেবে চূড়ান্ত ব্যর্থ হন জাদেজা।
মাঝপথেই ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়ান। যা নিয়ে বিস্তর পানিঘোলা হয়েছিল। শোনা গিয়েছিল, টিম ম্যানেজমেন্টই নাকি অসন্তুষ্ট হয়ে তাকে অধিনায়কত্ব ছাড়তে বলেছিল। এরপরই আবার চোটের কারণে ছিটকে গিয়েছিলেন আইপিএল থেকেই। এবার নিজের সোশ্যাল অ্যাকাউন্ট থেকে গত দুই মৌসুমের চেন্নাই সংক্রান্ত পোস্ট ডিলিট করে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তার দূরত্বের ইঙ্গিতই যেন স্পষ্ট করলেন জাদেজা।
অনেকে আশঙ্কা করছেন, আইপিএলের আগামী মৌসুমে নিশ্চয়ই আর চেন্নাই দলে দেখা যাবে না জাদেজাকে।
বিডি প্রতিদিন/এমআই