ভারত ও ইংল্যান্ডের মধ্যে তিন ম্যাচের টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচটি খেলা হবে আজ শনিবার। বার্মিংহামের এজবাস্টনে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। সিরিজের প্রথম ম্যাচে ভারত ৫০ রানে জিতেছে। তাই রোহিত শর্মার দ্বিতীয় ম্যাচে জয় এবং একই সঙ্গে সিরিজ জেতার দিকে নজর রাখবে।
অন্যদিকে, দ্বিতীয় টি-২০ ম্যাচটি জিতে সিরিজে ১-১ ব্যবধানে সমতা আনতে নিজেদের সর্বোচ্চ চেষ্টা করবে ইংল্যান্ড । আজ এজবাস্টনে দ্বিতীয় ম্যাচে নজর থাকবে সাবেক অধিনায়ক বিরাট কোহলি, ইংল্যান্ডের ওডিআই ও টি-২০ অধিনায়ক জস বাটলার, ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, লিয়াম লিভিংস্টোনের দিকে। তবে আলোচনা শুধু ইংলিশ খেলোয়াড়দের নিয়ে।
জস বাটলার- ইয়ন মর্গ্যানের অবসরের পর সাদা বলের ফরম্যাটে ইংল্যান্ডের দায়িত্ব জস বাটলারের ঘাড়ে। ইংলিশ দলের ওডিআই এবং টি-২০ দলের নেতৃত্ব দেওয়া হয়েছে তাকে। অধিনায়ক হিসেবে প্রথম টি-২০ ম্যাচেই অবশ্য গোল্ডেন ডাক আউট হন বাটলার। প্রথম ম্যাচটিও হেরেছে তারা। সিরিজে সমতা ফেরাতে হলে দ্বিতীয় টি-২০তে ইংল্যান্ড অধিনায়ককে জ্বলে উঠতেই হবে। অনুরাগীরা তার কাছ থেকে বড় ইনিংস আশা করছে।
লিয়াম লিভিংস্টোন- ইংল্যান্ডের মিডল অর্ডার ব্যাটার লিয়াম লিভিংস্টোন। সাউদাম্পটনে প্রথম টি-২০তে একটিও রান না করেই আউট হয়ে যান। শূন্য রানে লিয়াম লিভিংস্টোনকে ফেরান হার্দিক পান্ডিয়া। সিরিজে টিকে থাকতে হলে আজকের ম্যাচ জিততেই হবে ইংরেজদের। দ্বিতীয় টি-টোয়েন্টিতে বড় ইনিংস খেলার দায়িত্ব থাকবে এই হার্ডহিটার ব্যাটারের উপর।
মইন আলি- সংখ্যায় টি-২০ ম্যাচের অর্ধশতক পূর্ণ করে ফেলেছেন সাউদাম্পটনে প্রথম টি-২০ ম্যাচ খেলে। ইংল্যান্ড ম্যাচ হারলেও ক্যারিয়ারের ৫০তম টি-২০ ম্যাচে ব্যাটে বলে অনবদ্য ছিলেন ৩৫ বছরের এই অলরাউন্ডার। ২টি উইকেট নেওয়ার পাশাপাশি সাউদাম্পটনে দলের সর্বাধিক ৩৬ রান আসে তারই ব্যাট থেকে। এজবাস্টনে ভারতের জয়ের বাধা সৃষ্টি করতে কোনও ত্রুটি রাখবেন না তিনি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ