পূর্ণাঙ্গ সিরিজ খেলতে প্রায় এক মাস ধরে ওয়েস্ট ইন্ডিজে আছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ১০ জুলাই থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাংলাদেশ বর্তমানে অবস্থান করছে দেশটির গায়ানায়। সেখানে শনিবার ঈদুল আজহা উদযাপন করেছে টাইগাররা।
আজ বাংলাদেশসহ বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। এদিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে নামবেন তামিম ইকবালরা। সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তামিম। সেই সাথে বাংলাদেশের খেলা দেখার আমন্ত্রণও জানিয়েছেন।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কের সঙ্গে ওয়ানডে সিরিজের ট্রফিসহ একটি ছবি পোস্ট করেছেন তামিম। ক্যাপশনে লেখেন, ‘ঈদ মোবারক। সবাইকে আজ রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে ম্যাচ দেখার আমন্ত্রণ রইলো।’
এবারের ক্যারিবীয় সফরটা একেবারেই ভালো যাচ্ছে না বাংলাদেশ দলের। দুই ম্যাচের টেস্ট সিরিজে বিধ্বস্ত হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজটিও খুইয়েছে সফরকারীরা। এবার লড়াই ওয়ানডে সিরিজের।
বিডি প্রতিদিন/এমআই