বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজের জন্য দুঃসংবাদ। অলরাউন্ডার কিমো পল করোনা পজিটিভ। যে কারণে আইসোলেশনে পাঠাতে হয়েছে তাকে। শুধু তাই নয়, একইসঙ্গে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজও মিস করবেন পল।
কিমো পলের অনুপস্থিতিতে মূল স্কোয়াডে সুযোগ পেয়ে গেলেন রোমারিও শেফার্ড। তিনি খেলেন মূলত বোলিং অলরাউন্ডার হিসেবে। তাকে অন্তর্ভূক্ত করা হয়েছে ১৩ সদস্যের দলে। ওডেন স্মিথকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে।
বাংলাদেশের বিপক্ষে শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে দারুণ বোলিং করেছিলেন রোমারিও শেফার্ড। ৬ উইকেট নিয়ে তিনি ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারী। ক্যারিয়ার সেরা ২১ রানে ৩ উইকেটও (উইন্ডসর পার্কে প্রথম টি-টোয়েন্টিতে) নিয়েছেন তিনি বাংলাদেশের বিপক্ষে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ