দিন শেষে দিনেশ চান্দিমালের লড়াইয়ে গল টেস্টের তৃতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার চেয়ে ৬৭ রানে এগিয়ে শ্রীলঙ্কা।
শনিবার বিক্ষোভের মুখে বাড়ি ছেড়ে পালিয়েছেন লঙ্কান প্রেসিডেন্ট, গল টেস্টেও দ্বিতীয় দিনে সেই রেশ পড়েছিল মাঠেও। বেশ কয়েকজন বিক্ষোভকারী জড়ো হয়েছিলেন মাঠে।
নিজেদের প্রথম ইনিংসে ৩৬৪ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। এরপর দিমুথ করুণারত্নে আর কুশাল মেন্ডিসের ব্যাটে ভর করে দ্বিতীয় দিনে লড়াই শুরু অব্যাহত রাখে।
এরপর লড়াইয়ের ব্যাটন হাতে তুলেন নেন অ্যাঞ্জেলো ম্যাথুস। তিনি ৫২ রানে ফিরলেও হাল ধরেন দিনেশ চান্দিমাল ও কামিন্দু মেন্ডিস। তাদের লড়াইয়ে তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ৪৩১ রানে। মেন্ডিস ৬১ রানে ফিরলেও ১১৮ রানে অপরাজিত আছেন চান্দিমাল।
খেলার নিয়মে এটাই স্বাভাবিক হলেও শ্রীলঙ্কার এই লড়াইয়ের একটা প্রতীকী অর্থ আছে। কারণ তাদের দেশও আছে সঙ্কটে, লড়াই চলছে প্রতি পরতে পরতে। মাঠের জয়ের মতো তাদের রাজনীতির ময়দানেও চাই জনতার জয়।
বিডি প্রতিদি/নাজমুল