ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল।
এদিকে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে অভিষেক হচ্ছে নাসুম আহমেদের। বাঁহাতি এই স্পিনার ওয়ানডে অভিষেকের আগে ২২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। নাসুমের আগে বাংলাদেশের হয়ে সর্বশেষ ওয়ানডে অভিষেক হয়েছিল ইয়াসির আলীর।
বৃষ্টির কারণে এই ম্যাচ শুরু হচ্ছে দুই ঘণ্টা দেরিতে। তাতে কমে গেছে খেলার দৈর্ঘ্যও, ম্যাচ হবে ৪১ ওভারে। প্রতি ইনিংসে এক জন বোলার করতে পারবেন সর্বোচ্চ ৯ ওভার, ৪ জন করতে পারবেন সর্বোচ্চ ৮ ওভার করে।
প্রসঙ্গত, ২০১৪ সালের পর থেকে এখন অবধি বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ কোনো ওয়ানডে সিরিজ জেতেনি।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
শেই হোপ, কাইল মায়ার্স, শামার ব্রুকস, ব্রেন্ডন কিং, নিকোলাস পুরান (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, আকিল হোসেন, রোমারিও শেফার্ড, গুড়াকেশ মোতি, অ্যান্ডারসন ফিলিপ, জেইডেন সিলস।
বিডি প্রতিদিন/আবু জাফর