অবশেষে ওয়েস্ট ইন্ডিজ সফরে জয়ের দেখা পেল বাংলাদেশ। টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। পছন্দের ও স্বাচ্ছন্দ্যের ফরম্যাট ওয়ানডেতে ফিরেই ওয়েস্ট ইন্ডিজকে উইকেটে হারিয়ে বড় জয় তুলে নিয়েছে তামিম ইকবালের দল, বাড়িয়ে দিয়েছে দেশের মানুষের ঈদ আনন্দ। ঈদুল আযহার সারাদিনের কর্মযজ্ঞ শেষ করে বাংলাদেশের মানুষ যখন বিশ্রামে, তখন দেশ থেকে হাজার মাইল দূরে গায়ানায় রাতে ক্যারিবীয়দের বিপক্ষে ক্রিকেট লড়াইয়ে নামে বাংলাদেশ।
রবিবার (১০ জুলাই) প্রভিডেন্স স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটা বৃষ্টির কারণে নেমে এসেছিল ৪১ ওভারে। শুরু থেকে ক্যারিবীয়দের চেপে ধরে টাইগার বোলাররা। একের পর এক উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছিল ওয়েস্ট ইন্ডিজ।
দশম উইকেট জুটির ৩৯ রানের পার্টনারশিপের বদৌলতে ১৪৯ রানে থামে ক্যারিবীয়রা। ১৫০ রানের টার্গেটে খেলতে নেমে তামিমের দলকে খুব একটা বেগ পেতে হয়নি। লিটন দাস ১ রানে ফিরলেও নাজমুল শান্তকে সাথে নিয়ে ধাক্কা সামলে নেন অধিনায়ক তামিম, তাদের ৪০ রানে পার্টনারশিপে শক্ত অবস্থানে যায় বাংলাদেশ।
এরপর মাহমুদউল্লাহ-শান্ত জুটি গড়ে ৪৯ রানের পার্টনারশিপ। সবশেষ নুরুল হাসান সোহানকে নিয়ে ৪০ রানের পার্টনারশিপ গড়ে ৩১.১ ওভারেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন রিয়াদ। বাংলাদেশ পায় উইকেটের বড় জয়। বাংলাদেশের কোন ব্যাটার অর্ধশতকের দেখা না পেলেও তামিম করেছেন ৩৩, শান্ত ৩৭ আর রিয়াদ ৪১ রান।
তার আগে বোলিং তোপ দেখিয়েছেন, শরীফুল, নাসুম আর মেহেদী মিরাজরা। শরীফুল একাই নিয়েছেন ক্যারিবীয়দের ৪ উইকেট। মেহেদী মিরাজের শিকার ৩। আর নাসুম উইকেট না পেলেও আট ওভারে ৩ মেডেনে দিয়েছেন মাত্র ১৬ রান।
আগামী বুধবার সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে নামবে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ৪১ ওভারে ১৪৯/৯ (হোপ ০, মেয়ার্স ১০, ব্রুকস ৩৩, কিং ৮, পুরান ১৮, পাওয়েল ৯, শেফার্ড ১৫, আকিল ৩, মোটি ৭, ফিলিপ ১৯*, সিলস ১৬*; নাসুম ৮-৩-১৬-০, মুস্তাফিজ ৮-০-৩৪-১, মিরাজ ৯-২-৩৬-৩, তাসকিন ৮-০-২৬-০, শরিফুল ৮-১-৩৪-৪)।
বাংলাদেশ: ৩১.৫ ওভারে ১৫১/৪ (তামিম ৩৩, লিটন ১, শান্ত ৩৭, মাহমুদউল্লাহ ৪১*, আফিফ ৯, সোহান ২০*; আকিল ৮-০-৪৩-১, সিলস ৩.৫-০-২৬-০, ফিলিপ ২-০-১৫-০, শেফার্ড ২-০-১০-০, মোটি ৯-১-১৮-১, পুরান ৭-০-৩৯-১)
ফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে বাংলাদেশ
ম্যান অব দা ম্যাচ: মেহেদী হাসান মিরাজ
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ