এবারের সফরে দুই টেস্টের দুটোতেই হার, টি-টোয়েন্টি সিরিজেও সেই একই বৃত্তে ঘুরপাক খেয়েছে নিয়তি। সাকিব থেকে রিয়াদ, দুই ফরম্যাটেই শূন্য হাতেই ফিরেছে টাইগাররা। তবে তামিম ইকবাল খানে এসেই যেন পূর্ণতার শুরু, ছড়িয়েছে সুরের ঝঙ্কার। প্রথম ওয়ানডেতে গায়ানায় দাপট দেখিয়েছে খান সাহেবের বাহিনী। বৃষ্টির অঝোরধারার পর কেবল অনুরণে প্রতিধ্বনিত হয়েছে টাইগারদের জয়জয়কার। বোলিং যে দাপটের শুরু তার সমাপ্তি হয়েছে ব্যাটে, বীরদর্পে।
টেস্ট আর টি-টোয়েন্টিতে মুখ থুবড়ে পড়া টিম টাইগার্স ওয়ানডে এলেই যেন কেমন বদলে যায়, পেয়ে যায় এক জাদুর চেরাগ। আর সেক্ষেত্রে প্রতিপক্ষ যদি হয় ওয়েস্ট ইন্ডিজ হয়, তবে তো কথাই নেই।
সিরিজের প্রথম ওয়ানডেতে গায়ানায় বৃষ্টি বিঘ্নিত ম্যাচটা নেমে এসেছিল ৪১ ওভারে। শুরু থেকে ক্যারিবীয়দের চেপে ধরে টাইগার বোলাররা। একের পর এক উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছিল ওয়েস্ট ইন্ডিজ। দশম উইকেট জুটির ৩৯ রানের পার্টনারশিপের বদৌলতে ১৪৯ রানে থামে ক্যারিবীয়রা। ১৫০ রানের টার্গেটে খেলতে নেমে তামিমের দলকে খুব একটা বেগ পেতে হয়নি। লিটন দাস ১ রানে ফিরলেও নাজমুল শান্তকে সাথে নিয়ে ধাক্কা সামলে নেন অধিনায়ক তামিম, তাদের ৪০ রানে পার্টনারশিপে শক্ত অবস্থানে যায় বাংলাদেশ। এরপর মাহমুদউল্লাহ-শান্ত জুটি গড়ে ৪৯ রানের পার্টনারশিপ। সবশেষ নুরুল হাসান সোহানকে নিয়ে ৪০ রানের পার্টনারশিপ গড়ে ৩১.১ ওভারেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন রিয়াদ। বাংলাদেশ পায় উইকেটের বড় জয়। বাংলাদেশের কোন ব্যাটার অর্ধশতকের দেখা না পেলেও তামিম করেছেন ৩৩, শান্ত ৩৭ আর রিয়াদ ৪১ রান।
আর সেই জয়েই ক্যারিবীয়দের ওয়ানডেতে টানা ৯ ম্যাচে হারিয়েছে বাংলাদেশ।
এবারের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ আট ওয়ানডের সবক’টাতেই টাইগারদের বিজয় কেতন উড়েছে। ২০১৮ সালের ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে হিসাবের শুরু, সবমিলিয়ে ক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে খেলেছে ১৩টি, এরমধ্যে জয় ১১ টায়!
২০১৮ সাল থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে ছুটছে বাংলাদেশের জয়রথ। সেবার ২-১ এ সিরিজ জিতেছিল বাংলাদেশ।
বিডি প্রতিদিন/নাজমুল