টানা ব্যর্থতায় সমালোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন মাহমুদুউল্লাহ রিয়াদ। পাপুয়া নিউগিনির বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন রিয়াদ। এরপর ১৯ ইনিংসে ৪১ রানই তার সর্বোচ্চ। তবে রিয়াদের ছোট ছোট ইনিংসগুলোকে দলের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
তিনি বলেছেন, ‘৩, ৪, ৫ নম্বর ব্যাটার ছিল না... ইয়াসির রাব্বী সহ। তারা ছিল না দলে। এই তিন জন খেলোয়াড় খুবই গুরুত্বপূর্ণ। রিয়াদ ভাইয়ের জন্য ২৫–৩০ রানও অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। এক–দুটি ব্যর্থতার পর আমরা যখন পেছন ফিরে তাকাই তখন শুধু ২৫ রান, ২৮ রান দেখি। কিন্তু ওই ২৫, ২৮ রানের গুরুত্ব অনেক বেশি থাকে।’
রিয়াদের ব্যাপারটা একটু অন্যভাবে দেখার কথা জানিয়ে তামিম বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকার তিনটি ওয়ানডের কথা যদি মনে করেন ওখানে ওনার সুযোগই ছিল না বড় ইনিংস খেলার। এ জন্য আমি মনে করি ওনার বিষয়টা একটু অন্যভাবে দেখা উচিত। কারণ ওনার কাজটা কখনোই প্রশংসা পায় না।’
‘এক-দুই ম্যাচে খারাপ করলে ওই জিনিসগুলোই আমরা তুলে ধরি। এই দিক থেকে যদি আমরা সবাই একটু শিখি তাহলে ওনার ওপর চাপটা কমে যাবে। আমি খুশি যে তিনি খেলা শেষ করে এসেছেন।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ