এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর টি-টোয়েন্টি সিরিজ হেরে রীতিমত কোণঠাসা হয়ে পড়েছিল টাইগাররা। তবে নিজেদের সবচেয়ে শক্তিশালী ফরম্যাট ওয়ানডেতে ফিরেই দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে দাপুটে বোলিং করে ক্যারিবীয়দের ১৪৯ রানে আটকে দেন শরীফুল-মিরাজরা। ১৫০ রানের লক্ষ্য টপকাতে নেমে ৬ উইকেট আর ৫৫ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে সফরকারী বাংলাদেশ। এ নিয়ে টানা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯টি ওয়ানডে জিতলো বাংলাদেশ।
তবে এই জয়ের পরও দুশ্চিন্তা কাটছে না ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের। কারণটা খুব সহজ। কারণ হচ্ছে, বাংলাদেশ সহজ চারটি ক্যাচ মিস করেছেন। যার তিনটিই ওয়েস্টন ইন্ডিজের শেষ উইকেট জুটিতে। না হয়, ওয়েস্ট ইন্ডিজের স্কোরটা থেমে যেতো ১১২ রানে। অথচ, ক্যাচ মিস করার কারণে ক্যারিবীয়দের স্কোর গিয়ে থামে ১৪৯ রানে।
ক্যাচ নিয়ে অসন্তুষ্ট তামিম বলেন, ‘ভালো দলের বিপক্ষে এই ক্যাচগুলো ছাড়াটা মূল্যবান হয়ে দাঁড়াবে। অধিনায়ক হওয়ার পর থেকেই বলছি, এটা নিয়ে আমি চিন্তিত। এটা বন্ধ হতে হবে, কমে আসতে হবে। ক্যাচগুলো ধরলে আমরা হয়তো এ ম্যাচে ১১৫ রান তাড়া করতাম। সমস্যা কোথায় খুঁজে বের করতে হবে। বারবার দেখবেন একই মানুষের হাত থেকে ক্যাচ পড়ছে, এটা ভালো নয়।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ