চলতি বছর আইপিএলে দুর্দান্ত পারফর্ম করে জাতীয় দলে সুযোগ পেয়েছেন উমরান মালিক। ২২ বছর বয়সী এই ভারতীয় ফাস্ট বোলার দেশের হয়ে তিনটি টি-টোয়েন্টি খেলেছেন। কিন্তু এখন পর্যন্ত প্রতিভা পারফরম্যান্সে প্রতিফলিত হয়নি। এই তিন ম্যাচে মালিক উইকেট নিয়েছেন ২টি। প্রতি ম্যাচেই রান দিয়েছেন অনেক।
গত মাসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে জোড়া টি-২০ ম্যাচ খেলেছিল ভারত। ওই সিরিজেই অভিষেক হয় উমরানের। দুই ম্যাচে মাত্র একটি উইকেট পান তিনি। ভারতের হয়ে মালিকের সর্বশেষ ম্যাচটি ছিল গতকাল। ইংল্যান্ডের বিপক্ষে ৪ ওভারে ১ উইকেট নিয়ে ৫৬ রান দেওয়া মালিক ছিলেন দলের সবচেয়ে খরুচে বোলার।
অথচ এই মালিককে বলা হচ্ছিল ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ তারকা। সর্বশেষ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১৪ ম্যাচ খেলে ২২টি উইকেট শিকার করেছেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতে আইপিএলের সেই মালিককে এখনো পায়নি ভারত।
তবে মালিকের ওপর আস্থা রাখতে চান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচের টসের সময় রোহিত বলেছেন, উমরান দেখিয়েছে ওর কী দক্ষতা রয়েছে। আন্তর্জাতিক ম্যাচের চাপ কেমন নিতে পারে, সেটাই এখন আমরা দেখতে চাই। ওর জন্য খুবই রোমাঞ্চিত। অত্যন্ত উজ্জ্বল সম্ভাবনাময় উমরান। এই নিয়ে কোনো সন্দেহ নেই। উমরানের জন্য আমাদের শুভেচ্ছা রয়েছে। ওর পাশে থাকবে দল। ও মাঠে যেমনই করুক না কেন, ওকে আত্মবিশ্বাস দেব।
বিডি প্রতিদিন/এমআই