আমেরিকায় চাকরি করতে গেলেন ওয়েন রুনি। মেজর লিগ সকারের ক্লাব ডিসি ইউনাইটেডের হয়ে খেলেছিলেন। এবার সেই ক্লাবেরই কোচের পদে বসতে চলেছেন। সরকারি ভাবে ঘোষণা না হলেও খবর পাকা বলেই মনে করা হচ্ছে।
রবিবার (১০ জুলাই) রাতে আমেরিকার ডুলেস বিমানবন্দরে দেখা গেল ৩৬ বছরের রুনিকে। ডিসি'র সঙ্গে চুক্তি পাকা হওয়ার পরেই তার মার্কিন মুলুকে আগমন বলে মনে করছে অনেকেই। তবে এখনও ভিসার বন্দোবস্ত হয়নি, তাই দলের সঙ্গে এখনই যোগ দিতে পারছেন না রুনি। আগামীকাল বুধবার ডিসির ম্যাচেও সাইডলাইনে থাকতে পারবেন না। ডিসি ইউনাইটেডে নতুন মুখ নন রুনি। ৫২টি ম্যাচ খেলে ২৫টি গোল করেছেন, গোলে সহায়তা করেছেন ১২ বার।
আগের মৌসুমে ডার্বি কাউন্টির কোচ ছিলেন রুনি। দল অবনমনে চলে গেলেও তার নিঃস্বার্থ অবদান সকলের নজর কেড়েছে। সর্বত্র প্রশংসিত হয়েছেন ইংল্যান্ড এবং ম্যানচেস্টার ইউনাইটেডের সর্বোচ্চ গোলদাতা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ