চলতি মাসের শেষদিকে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ সামনে রেখে বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
শনিবার এক সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানকে অধিনায়ক ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করে বিসিবি।
টি-টোয়েন্টি ফরম্যাটের এ আসরের জন্য দলে জায়গা পেয়েছেন হার্ডহিটার ব্যাটার সাব্বির রহমান।
সাব্বির বাংলাদেশের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০১৯ সালের সেপ্টেম্বরে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে। প্রায় তিন বছর পর দলে ডাক পেলেন তিনি।
গত বছর অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেন সাইফউদ্দিন। ইনজুরিতে দীর্ঘদিন ছিলেন দলের বাইরে। এশিয়া কাপ দিয়েই দলে ফিরেছেন তিনিও। ইনজুরি শঙ্কা থাকলেও স্কোয়াডে আছেন উইকেটরক্ষক সোহানও।
বাংলাদেশের এশিয়া কাপের স্কোয়াড
সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদুল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন