পাকিস্তান এশিয়া কাপের ম্যাচে ভারতের কাছে হেরেছে। কেবল হেরেছে বললে ভুল হবে, সেয়ানে সেয়ানে টক্কর দিয়ে লড়াই করে হেরেছে। পাকিস্তানের হার আর ভারতের জয়ের পরও দুই দলের ক্যাপ্টেনকে কাঠগড়ায় তুলেছেন সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতার। তার দাবি, দুই অধিনায়কই হারার চেষ্টা করেছেন।
শোয়েব আখতার বলেন, ‘দুই দলের ক্যাপ্টেনই ভুল দল বাছাই করেছেন। তারা (ভারত) ঋশভ পন্ত এবং আমরা (পাকিস্তান) ইফতেখার আহমেদকে চার নম্বর পজিশনের জন্য নির্বাচন করেছি। ইফতেখার বা কাউকে আমি অসম্মান করতে চাই না, তবে আমি একথা বহুবার বলেছি। বাবর আজমের ওপেনিংয়ে আসা ঠিক হয়নি। তার উচিত ওয়ান ডাউনে নামা।’
নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া বক্তব্যে শোয়েব আরও বলেন, ‘যদি রিজওয়ান বলে বলে রান নিত তবে কী ঘটত? ছয় ওভারে ১৯ ডট বল! যদি আপনি বেশি ডট বল খেলেন, তবে আপনি সমস্যার সম্মুখিন হবেনই।’
বিডি প্রতিদিন/নাজমুল