এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে সাকিব আল হাসানের বাংলাদেশ।
শ্রীলঙ্কার বিপক্ষে আফগান স্পিন আর পেস অ্যাটাক নতুন করে ভাবতে বাধ্য করছে টিম টাইগার্সকে। তাই স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন নতুন বলে ফজল হক ফারুকিদের সামলানোর দায়িত্বটা পাচ্ছেন কারা? মানে বাংলাদেশর হয়ে ওপেন করছেন কে কে?
ইএসপিএন ক্রিকইনফোর দেওয়া বাংলাদেশের সম্ভাব্য একাদশে আছেন ১. মোহাম্মদ নাঈম ২. এনামুল হক বিজয় ৩. সাকিব আল হাসান ৪. আফিফ হোসেন ৫. মুশফিকুর রহিম ৬. মাহমুদউল্লাহ রিয়াদ ৭. সাব্বির রহমান ৮. মেহেদী হাসান ৯. মোহাম্মদ সাইফউদ্দিন ১০. নাসুম আহমেদ ১১. মোস্তাফিজুর রহমান।
ক্রিকইনফোর একাদশ মানলে মোহাম্মদ নাঈম আর এনামুল বিজয় থাকছেন ওপেনিংয়ে। যথারীতি সাকিব তিনে, চারে মুশফিক, এরপরে রিয়াদ, আফিফ, সাব্বির হয়তো ক্রিজে আসবেন ধারাবাহিকভাবে।
তবে হঠাৎ দলে ডাক পাওয়া নাঈম শেখকে যদি সাকিব মূল একাদশে রাখতে না চান তবে সেই ক্ষেত্রে পারভেজ ইমন থাকছেন একমাত্র স্বীকৃতি ওপেনার।
আবার বাংলাদেশ ক্রিকেট দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের কথা মানলে সাকিব কিংবা মুশফিকুর রহিমকেও দেখা যেতে পারে ওপেনিংয়ে?
তবে শেষ পর্যন্ত কারা ওপেনিং করছেন, সাকিব কাকে দিয়ে শুরু করাতে চাচ্ছেন; তা দেখতে আগামী কাল রাত আটটা পর্যন্ত অপেক্ষা করতে হবে বাংলার ক্রিকেট সমর্থকদের।
বিডি প্রতিদিন/নাজমুল