টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম ও বাংলাদেশ ক্রিকেট দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচের ভেন্যু শারজায় পরিদর্শনে গেছেন।
দুজনে মিলে শারজার কন্ডিশন স্বচক্ষে দেখে আসবেন। আগামীকালই শারজায় আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।
প্রায় সপ্তাহখানেক আগে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গেছে বাংলাদেশ দল। এ পর্যন্ত সাকিবের দলের তিনটি অনুশীলন সেশন হয়েছে, তিনটিই দুবাইতে।
ফলে শারজার কন্ডিশন সম্পর্কে আগে জানা থাকলেও বর্তমানে কেমন আচরণ করছে সেখানকার উইকেট তা হাতেকলমে জানা হয়নি বাংলাদেশের। তাই কন্ডিশন সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা নিতে শ্রীরাম ও মাহমুদের এই ঝটিকা সফরে গেলেন।
শারজায় যাওয়ার আগে শ্রীরাম জানালেন, বাংলাদেশ কোন ধরনের খেলতে চায়, সে ব্যাপারে তার স্বচ্ছ ধারণা আছে। তার মতে শারজায় অনুশীলন না থাকাই ভালোই হয়েছে। তার দাবি, সেখানকার অনুশীলনের ব্যবস্থা খুব একটা সুবিধার না।
বিডি প্রতিদিন/নাজমুল