ভারত-পাকিস্তান দ্বৈরথ যারা দেখেছেন, তারা জানেন একজন অলরাউন্ডার দলের জন্য হতে পারেন কতোটা কার্যকর। হার্দিক পান্ডিয়া বল হাতে গুরুত্বপূর্ণ মুহূর্তে যেমন পাকিস্তানকে কাবু করে টার্গেট রেখেছেন সহজ, তেমন ব্যাট হাতে ঝড়ো ইনিংস খেলে দলকে নিয়ে গেছেন জয়ের বন্দরে। বিশেষ করে শেষ ওভারের চতুর্থ বলে লম্বা ছক্কা হাঁকিয়ে একরক দুঃসাধ্যকে করেছেন কব্জাগত।
এশিয়া কাপে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া সাকিব আল হাসানও তেমন একজন কার্যকর অলরাউন্ডার। তিনি ব্যাটে-বলে দলকে সমানতালে এগিয়ে নেওয়ার যোগ্যতা রাখেন।
সদ্য নিয়োগ পাওয়া বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামেরও তাই ভরসা সাকিবে। তিনি বলেন, ‘অলরাউন্ডারের ভূমিকা টি-টোয়েন্টিতে অনস্বীকার্য…হার্দিক পান্ডিয়া-বেন স্টোকসের মতো ক্রিকেটার তো বেশি আসে না। এমন অলরাউন্ডার দলে ভারসাম্য আনে। কখনো একজন অতিরিক্ত ব্যাটসম্যান খেলাতে পারবেন, কখনো বোলার। কোথায় যেন পড়লাম, ভারত দলে ১২ জন খেলছে। হার্দিক পান্ডিয়ার মতো অলরাউন্ডার আছে বলেই তো। তবে আমাদেরও সাকিব আছে। ৪ ওভার বোলিং করতে পারে, টপ অর্ডারে ব্যাটিং করে।’
এবার দেখার বিষয় সাকিব আল হাসান শ্রীরামের এই প্রত্যাশার পারদ আরও ঊঁচু করতে পারেন কিনা। দলের বিপর্যয়ে হতে পারেন কিনা একজন হার্দিক পান্ডিয়া। যদিও র্যাংকিংয়ের খতিয়ানে সব ফরম্যাটেই সাকিব আল হাসান হার্দিকের চেয়ে অনেকটা এগিয়ে।
বিডি প্রতিদিন/নাজমুল