আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। রাত আটটায় মাঠে গড়াবে খেলা।
আবহাওয়ার পূর্বাভাস বলছে আজ শারজায় বৃষ্টি হওয়ার কোনো আশঙ্কা নেই। তবে এই ম্যাচে শিশির প্রভাব ফেলতে পারে বলেই ধারনা করা হচ্ছে। আর তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার হার ৪২ শতাংশ।
সবমিলিয়ে আজকের পিচ খানিকটা স্লো হতে পারে, সাথে বাউন্সেও পাওয়া যেতে পারে ভিন্নতা। মশ্চার (আর্দ্রতা) বোলারদের পক্ষে যাবে বলেই মনে করা হচ্ছে। আর ধরা হচ্ছে গড় স্কোর হতে পারে ১৬০-১৮০।
আর টস জিতলে এই পরিস্থিতি আগে ব্যাট নেওয়াটাকেই বুদ্ধিমানের কাজ বলছেন ক্রিকেট বিশ্লেষকরা। আর্লি মশ্চার কাজে লাগিয়ে প্রথম ইনিংসে বোলারদের ভালো করার রেকর্ডও আছে শারজার মাঠে।
বিডি প্রতিদিন/নাজমুল