এশিয়া কাপে বাংলাদেশ দলে ফিরেছেন মুশফিকুর রহিম ও মোহাম্মদ নাঈম শেখ। সবশেষ জিম্বাবুয়ে সফরে বিশ্রামে ছিলেন মুশফিক।
নাঈম প্রাথমিকভাবে এশিয়া কাপের দলে ছিলেন না, সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহান ছিটকে যাওয়াতে। এনামুল হক বিজয়ে সাথে ওপেনিংয়ে তাকেই দেখা যাবে।
চোট কাটিয়ে দলে ফিরেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও।
বাংলাদেশের একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ নাঈম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।
বিডি প্রতিদিন/নাজমুল