এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষের ম্যাচে রীতিতো ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ওপেনার নাঈম শেখ, এনামুল বিজয়ের পর দলের চাপ বাড়িয়ে ফিরেছেন অধিনায়ক সাকিব আল হাসান। এরপরই ফেরেন মুশফিকুর রহিম।
ঝড়ো শুরু করলেও আফগান স্পিনার মুজিবুর রহমানের বলে কুপোকাতা হন সাকিব আল হাসান। ৯ বলে ১১ করেছেন সাকিব। এরপরই মুশফিকুর রহিমকে হারায় বাংলাদেশ। রশিদ খানের বলে এলবির শিকার হওয়ার আগে মুশফিক করতে পেরেছিলেন মাত্র ১ রান।
এর আগে মুজিবের বলেই আউট হন বাংলাদেশের ওপেনার নাঈম শেখ। ৮ বলে ৬ রান ছয় রান করে ফিরলেন অনেক দিন পর দলে ফেরা নাঈম শেখ। আর বিজয়ও মুজিবের শিকার, করতে পেরেছিলেন মাত্র ৪ রান।
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ।
বাংলাদেশের একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ নাঈম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।
বিডি প্রতিদিন/নাজমুল