শারজাহতে মঙ্গলবার (৩০ আগস্ট) টসের সঙ্গে সঙ্গেই তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে শততম টি-টোয়েন্টি খেলার মাইলফলকে নাম লেখান সাকিব আল হাসান।
শুধু তাই নয়, এশিয়া কাপের গুরুত্বপূর্ণ এই ম্যাচ দিয়ে তৃতীয়বারের মতো বাংলাদেশের টি-টোয়েন্টিতে সাকিব যুগ শুরু হলো। এর আগে সাকিবের ৯৯ ম্যাচে ২৩.১০ গড়ে সাকিবের রান ২ হাজার ১০টি। কোনো সেঞ্চুরি নেই, তবে ১০টি হাফসেঞ্চুরি রয়েছে। সর্বোচ্চ ৮৪ রান। তার মধ্যে নেতৃত্ব দিয়েছেন আজকের ম্যাচসহ ২২টিতে।
বল হাতেও সমানতালে পারফর্ম করে গেছেন এই অলরাউন্ডার। বল হাতে নিয়েছেন ১২১ উইকেট। টি-টোয়েন্টিতে সাকিবই বিশ্বের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার। সাকিবের আগে বাংলাদেশের হয়ে এক’শ-এর বেশি টি-টোয়েন্টি খেলেন মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। সর্বোচ্চ মাহমুদউল্লাহ ১১৯ ম্যাচ ও মুশফিক খেলেন বরাবর ১০০ ম্যাচ।
শততম ম্যাচে অবশ্য ব্যাট হাতে রাঙাতে পারলেন না সাকিব। আউট হলেন ৯ বলে মাত্র ১১ রান করে। মুজিবকে মারতে গিয়ে বোল্ড হয়ে ফেরেন সাজঘরে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ