বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সতীর্থদের সঙ্গে যোগ দিলেন লিওনেল মেসি। অ্যাঞ্জেল ডি মারিয়া, লিয়ান্দ্রো পারেদেস ও নিকোলাস তাগলিয়াফিকোর সঙ্গে ফ্লোরিডায় পা রাখেন মেসি।
প্রাক বিশ্বকাপ প্রীতি ম্যাচ খেলতে সেখানেই আছে আর্জেন্টিনা স্কোয়াড। জ্যামাইকা ও হন্ডুরাসের বিপক্ষে ম্যাচ দুটি খেলবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
মিয়ামির ট্রেনিং সেশনে এই ম্যাচগুলোর জন্য নিজেদের প্রস্তুত করবেন মেসিরা। ২৩ সেপ্টেম্বর এই শহরে হার্ড রক স্টেডিয়ামে হন্ডুরাসের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এরপর রওনা হবে নিউ জার্সির দিকে, সেখানে ২৭ সেপ্টেম্বর রেড বুল এরেনায় তাদের প্রতিপক্ষ জ্যামাইকা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ