দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের শিরোপা ১৯ বছর পর দেশে আসছে। ২০০৩ সালে ছেলেরা শিরোপা জিতেছিল। এবার মেয়েরা শিরোপা জিতেছেন। আগামীকাল বুধবার ওই শিরোপা নিয়ে দেশে ফিরবেন সাবিনা খাতুন-স্বপ্না রানি-সানজিদা আক্তাররা। তাদের বরণ করতে মুখিয়ে আছে পুরো দেশের মানুষ। তবে মেয়েদের বরণ করতে বিমানবন্দরে যাবেন না বলে জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। মেয়েদের বাফুফে ভবনে বরণ করবেন বলে জানিয়েছেন তিনি।
সাফের আসরে বাংলাদেশ নারী দলের সঙ্গে ছিলেন বাফুফের নারী দলের চেয়ারম্যান মাহমুদা আক্তার কিরণ। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন কাঠমান্ডু যাননি।
মঙ্গলবার বাফুফে কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাফুফে সভাপতি বলেন, 'কাল (বুধবার) বিমানবন্দরে যাবে বাফুফের নির্বাহী কমিটি, ক্রীড়া প্রতিমন্ত্রী উনারা যাবেন দলকে রিসিভ করতে। আরও অনেকেই যাবে। আমি দলকে রিসিভ করব এখানে (বাফুফে কার্যালয়)। কেন আমি সেখানে (বিমানবন্দরে) রিসিভ করবো না, সেটা বলি। আমার খুব ইচ্ছা ছিল সেখানে যাওয়ার, চ্যাম্পিয়ন হয়ে কাপ নিয়ে আসছে প্রথমবার।'
বিমানবন্দরে না যাওয়ার কারণ জানিয়ে কাজী সালাউদ্দিন বলেন, 'আমি যদি ওখানে যাই, তাহলে আপনারা (সাংবাদিক) আমাকে নানা প্রশ্ন করবেন। তাতে হবে কি, আমাদের মেয়েরা যে লাইমলাইট পেত, সেটা ভাগ হয়ে যাবে। এটা মেয়েদের দিন। এটা প্রেসিডেন্টেরও দিন না, সেক্রেটারিরও দিন না, ভাইস প্রেসিডেন্টেরও দিন না। এটা মেয়েদের দিন। আমি চাই মেয়েরা এক্সক্লুসিভলি আপনাদের (মিডিয়া) আদরটা পায়, মিডিয়া কাভারেজটা পায়।'
বিডি প্রতিদিন/আরাফাত