নেপালকে হারিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল। এ জয়ে সাফে ১৯ বছরের শিরোপা খরা ঘুচল বাংলাদেশের। ইতিহাস গড়া এই নারী দল দেশে ফিরবে আগামীকাল বুধবার দুপুরে।
সাফ জয়ী দলকে আনুষ্ঠানিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।
সংবাদ সম্মেলনে কাজী সালাউদ্দিন বলেন, এই দলটার মধ্যে প্রতিভা ছিল। তারা চ্যাম্পিয়ন হতে পারবে জানতেন বাফুফে সভাপতি। সেজন্য বয়সভিত্তিক পর্যায় থেকে তাদের নিয়ে কাজ করেছেন তারা। তিনি ভেবেছিলেন, আরও দু’বছর পরে সাফ চ্যাম্পিয়ন হবেন সানজিদা, কৃষ্ণারা।
বাফুফের সভাপতি বলেন, ‘এই টিমকে চ্যাম্পিয়ন করার জন্য কাজ করছিলাম। তাদের দেখে বুঝেছিলাম, প্রতিভা আছে। বয়স ভিত্তিক পর্যায়ে থেকে জাতীয় দলের জন্য তাদের প্রস্তুত করা হচ্ছিল। আমরা তাদের থাকা-খাওয়ার ব্যবস্থাও করেছি। তারা ২২-২৪ বছর বয়স (অভিজ্ঞ) হলে চ্যাম্পিয়ন হবে এমন ধারণা ছিল। ওরা অনেক ভালো খেলোয়াড়। দুই বছর আগেই চ্যাম্পিয়ন হয়েছে।’
গতকাল সোমবার কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে নেপালি মেয়েদের ১-৩ গোলে হারিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। এর আগে ২০০৩ বাংলাদেশ পুরুষ জাতীয় ফুটবল দলের হাত ধরে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব পেয়েছিল বাংলাদেশ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন