ইংল্যান্ডের বিপক্ষে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের বিশ্ব রেকর্ড গড়া জুটিতে জয় পেয়েছে পাকিস্তান। ২০৩ রানের অবিচ্ছিন্ন ওপেনিং জুটি গড়েছেন তারা। বাবর ৬৬ বলে ১১০ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন। আর রিজওয়ান অপরাজিত ছিলেন ৫১ বলে ৮৮ রানে।
টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এর আগে ওপেনিং জুটিতে ২০০ রান তাড়া করে জিততে পারেনি কেউ। বাবর আর রিজওয়ান এবার সেই বিশ্ব রেকর্ড গড়েছেন। বাবর-রিজওয়ানের জুটি রান তাড়ায় বিশ্বে টি-টোয়েন্টিতে এখন সর্বোচ্চ।
বৃহস্পতিবার করাচিতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৯৯ রানের সংগ্রহ পায় ইংল্যান্ড।
জবাবে বিশাল টার্গেট তাড়া করে করতে নেমে দাপুটে জয় পেয়েছে পাকিস্তান। বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের রেকর্ড জুটিতে তিন বল হাতে রেখেই ১০ উইকেটের জয় পায় স্বাগতিকরা। এই জয়ে টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতায় ফিরল পাকিস্তান।
বিডি প্রতিদিন/এমআই