ফুটবল স্টেডিয়ামে পদদলিত হয়ে ১৩১ জন নিহত হওয়ার ঘটনায় ইন্দোনেশিয়ার ওপর কোনো নিষেধাজ্ঞা দিচ্ছে না ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
শনিবার এই দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো।
তিনি জানিয়েছেন, ফিফা ও ইন্দোনেশিয়ার সহযোগিতার বিষয়ে তাকে একটি চিঠি লিখেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এবং ইন্দোনেশিয়াই আগামী বছরের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে থাকছে। যেখানে পাঁচ মহাদেশের ২৪টি দেশ অংশ নেবে।
টুইটে উইদোদো লিখেছেন, ‘চিঠি পেয়েছি, আল্লাহকে ধন্যবাদ। ইন্দোনেশিয়ার ফুটবলের ওপর ফিফার নিষেধাজ্ঞা আসছে না।’
শিগগিরই ফিফার প্রেসিডেন্ট ইন্দোনেশিয়া ভ্রমণ করবেন বলেও জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট।
সূত্র: আলজাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল