ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় রীতিমতো ঝড় তুলে চলেছেন আর্লিং হালান্ড। তার গোলের ধারায় কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না। বলা হয় ইপিএলে গোল করা অতো সহজ ব্যাপার নয়।
তবে হালান্ড সেই কঠিন কাজটাকেই সহজ করে ফেলেছেন। হালান্ডের নৈপুণ্যে আরও একটি বড় জয়ের দেখা পেল পেপ গার্দিওয়ালার ম্যানচেস্টার সিটি।
প্রিমিয়ার লিগের খেলায় সাউদাম্পটনকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছেন হালান্ডরা। বড় জয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল পেপের দল।
যদিও এই ম্যাচে একে একে তিনটি সুযোগ হাত ফসকে গেছে হালান্ডের। তবে তিন সুযোহ হারিয়ে চারে চার মিলিয়ে দিলেন হালান্ড।
স্বাগতিকদের হয়ে একটি করে গোল করেন জোয়াও কানসেলো, ফিল ফোডেন, রিয়াদ মাহরেজ ও হালান্ড।
বিডি প্রতিদিন/নাজমুল