দশেরার শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেছিলেন ভারতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের সদস্য মোহাম্মদ শামি। সে টুইট নিয়ে নেটিজেনদের রোষের মুখে পড়তে হয়েছে শামিকে।
গত ৫ অক্টোবর দশেরার শুভেচ্ছা জানিয়ে একটি টুইট করেন মোহাম্মদ শামী।
ছবিতে দেখা যায়, রাম হাতে তীর-ধনুক নিয়ে রাবণের প্রতি তীর নিক্ষেপ করার নিশানা করছেন। কিন্তু শামির এই পোস্টের পরেই সোশ্যাল মিডিয়ায় তাকে তীব্র আক্রমণের মুখে পড়তে হয়।
একজন মুসলিম হয়ে কেন তিনি হিন্দুদের উৎসবে শুভেচ্ছা জানিয়েছেন। শামির এভাবে টুইট করাকে অনৈতিক মনে করছেন অনেকেই।
শুধু তাই নয়, তিনি রামের ভক্ত কিনা, তা নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার জন্য নির্বাচকদের খুশি করতেই এই কাজ করেছেন শামি, এমনটাও মনে করছেন নেটিজেনরা।
তবে দেশটির কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর এই বিষয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মোহাম্মদ শামি কোনো ভুল করেননি। দশেরা ভারতের সেরা উৎসব গুলির একটি। সেই উৎসবে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে শামি কোনো ভুল করেননি।
তিনি বলেন, সংকীর্ণমনা কিছু মানুষ হিন্দু ও মুসলমানের মধ্যে বিভেদ ঘটাতে চাইছে, এটা মানার কোনো কারণ নেই যেহেতু ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ। মুসলমানরা হিন্দুদের উৎসবে শুভেচ্ছা জানাবে, হিন্দুরা মুসলমানদের-এটাই তো রীতি হওয়া উচিত।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন