অপেক্ষায় থাকতে হলো না। এক ম্যাচ আগেই অনূর্ধ্ব-১৮ ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়ে গেল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। যশোর শামসুল হুদা ফুটবল একাডেমির যুবাদের নিয়ে দল গড়ে অভিজাত পাড়ার দলটি। একমাত্র পুলিশের কাছে হার ছাড়া প্রতিটি ম্যাচেই ছন্দ ধরে রেখে বিজয়ের পতাকা উড়িয়েছে। শেখ জামাল বুধবার মুখোমুখি হয় বসুন্ধরা কিংসের বিপক্ষে। অবস্থা এমন ছিল ড্র করলেই জুনিয়র লিগে চ্যাম্পিয়ন হয়ে যাবে। হারলে পরবর্তী ম্যাচে স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে জিততেই হবে। যাক এমন জটিল সমীকরণে পড়তে হয়নি তাদের। কিংসের বিপক্ষে ১-১ গোলে ড্র করে শিরোপার উৎসব করেছে দেশের অন্যতম জনপ্রিয় দল শেখ জামাল।
বুধবার মোহাম্মদপুর শারীরিক শিক্ষা প্রতিষ্ঠান মাঠে ম্যাচ ছিল উপভোগ্য। কিংসের লক্ষ্য ছিল শিরোপার আশা টিকিয়ে রাখা। অন্যদিকে শেখ জামালের যুবারা প্রতিজ্ঞা করেই মাঠে নামে শিরোপা নিশ্চিত করতে। চার মিনিটেই গোলাম রাব্বির গোলে এগিয়ে যায় জামাল। অবশ্য আট মিনিটের ব্যবধানেই সমতায় ফিরে কিংস। সাব্বির গোলটি করেন। শেখ জামালের হেড কোচ ফারাজ হোসেন বলেন, ‘সত্যিই আমি আনন্দিত। ছেলেরা দারুণ খেলে চ্যাম্পিয়ন হয়েছে। টিম স্পিরিটই ছিল আমাদের শক্তি। জুনিয়র লিগে সাফল্য পেশাদার লিগে বড়দের অনুপ্রেরণা জোগাবে।’
৯ ম্যাচে সর্বোচ্চ ২২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হলো শেখ জামাল। ২২ অক্টোবর শেষ ম্যাচে স্বাধীনতা ক্রীড়া সংঘের কাছে হারলেও তাদের সমস্যা হবে না। অন্যদিকে ২১ পয়েন্টে রানার্সআপ হয়ে লিগ শেষ করল বসুন্ধরা কিংস। জুনিয়র লিগে চ্যাম্পিয়ন হওয়ায় শেখ জামালকে অভিনন্দন জানিয়েছেন কিংস সভাপতি ইমরুল হাসান।
বিডি-প্রতিদিন/শফিক