নেদারল্যান্ডসের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা হেরে যাওয়ায় পাকিস্তান ও বাংলাদেশের ম্যাচটি হয়ে গেছে অলিখিত নকআউট। যে দল জিতবে সে দলই খেলবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল। আজ রবিবার অ্যাডিলেডে এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১২৭ রান করে বাংলাদেশ। টাইগারদের বিপক্ষে ৪ ওভারে ২২ রান খরচে ৪ উইকেট তুলে নেন শাহিন শাহ্ আফ্রিদি।
ব্যাট হাতে শুরুটাও দুর্দান্ত করে পাকিস্তান। ১০ ওভারে ৫৬ রান করে তারা। বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান ছিলেন অপ্রতিরোধ্য। অবশেষে পানি পানের বিরতির পরের ওভারে এ জুটি ভাঙেন নাসুম আহমেদ। টপ এজ হয়ে শর্ট থার্ডে মুস্তাফিজুর রহমানের ক্যাচ হন বাবর, ৩৩ বলে দুই চারে ২৫ রান করেন পাকিস্তানি অধিনায়ক। ভেঙে যায় ৫৭ রানের জুটি।
এরপর মোহাম্মদ রিজওয়ানকে প্যাভিলিয়নে পাঠান ইবাদত হোসেন। ৩২ বলে ৩২ রান করে বিদায় নেন তিনি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ