শ্রীলঙ্কার ক্রিকেট থেকে দানুশকা গুনাতিলকাকে বরখাস্ত করা হয়েছে। দেশটির ক্রিকেট বোর্ডের নির্বাহী কমিটি সোমবার তাকে ক্রিকেটের সকল ফর্ম থেকে বরখাস্তের সিদ্ধান্তের কথা জানিয়েছে।
এর আগে গতকাল সিডনি পুলিশ দানুশকা গুনাতিলকাকে গ্রেফতার করে। শ্রীলঙ্কার হয়ে বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া যাওয়া এই ব্যাটসম্যানের বিরুদ্ধে ২৯ বছর বয়সী এক নারীকে যৌন হয়রানির অভিযোগ আনা হয়েছে। সিডনির রোজ বে শহরের একটি বাসায় ঘটনাটি ঘটে। সেই নারীর অভিযোগের ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড এই ঘটনায় একটি তদন্ত কমিটিও করার কথা জানিয়েছে।
গুনাতিলকাকে গ্রেফতারের পর নিউ সাউথ ওয়েলস পুলিশের এক বিবৃতিতে জানায়, ‘অনলাইন ডেটিং অ্যাপসে কয়েক দিন ধরে এক লোকের (গুনাতিলকা) সঙ্গে এক নারীর যোগাযোগ হচ্ছিল। পরে সেই পুরুষ ও নারী দেখাও করেছেন। এরপর ২ নভেম্বর বুধবার বিকেলে সেই নারী লোকটির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। তদন্তের ধারাবাহিকতায় পুলিশের বিশেষ সদস্যরা গতকাল রোজ বের সেই ঘটনাস্থলে পরীক্ষা–নিরীক্ষা করে দেখেছে।’
লঙ্কান ব্যাটসম্যানের গ্রেফতার নিয়ে পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ‘তদন্তের ভিত্তিতে ৩১ বছর বয়সী সেই লোককে সিডনির সাসেক্সের একটি হোটেল থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে সিডনি পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে সম্মতি ছাড়া অভিযোগকারী সেই নারীর সঙ্গে চারবার যৌন সংস্পর্শে আসার অভিযোগ আছে। লঙ্কান অধিবাসীর জামিন আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে।’
বিশ্বকাপে সুপার টুয়েলভে সেভাবে অবদান রাখার সুযোগ পাননি গুনাতিলকা। হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে প্রথম রাউন্ডেই ছিটকে গেছেন এই ব্যাটসম্যান। লঙ্কান দল বিকল্প খেলোয়াড় হিসেবে আশেন বান্দারাকে দলে নিলেও অস্ট্রেলিয়াতেই রেখে দেওয়া হয় গুনাতিলকাকে। এখন বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে শ্রীলঙ্কা দল দেশে ফিরে গেলেও ফিরতে পারেননি গুনাতিলকা। যৌন হয়রানির অভিযোগে আপাতত পুলিশি হেফাজতে থাকতে হচ্ছে তাকে।
শ্রীলঙ্কার হয়ে ৮টি টেস্ট, ৪৭ ওয়ানডে এবং ৪৬টি টি–টোয়েন্টি খেলেছেন গুনাতিলকা। ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হয় তার।
বিডিপ্রতিদিন/কবিরুল