বাংলাদেশের অন্যতম সেরা অ্যাথলেট আর্চার রোমান সানা। সর্বশেষ টোকিও অলিম্পিকে সরাসরি নিজ যোগ্যতায় খেলেন তিনি। শৃঙ্খলাভঙ্গের কারণ দেখিয়ে এই অলিম্পিয়ান আর্চারকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল। তিনি বলেন, ‘শৃঙ্খলাজনিত কারণে কার্যনির্বাহী কমিটি রোমানের বিষয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।’
‘ফলাফলের পাশাপাশি শৃঙ্খলার বিষয়টিও আমরা গুরুত্ব দিয়ে দেখি। রোমান দুই বছর জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বিরত থাকবে। সে যাতে এই সময় ব্যক্তিগত অনুশীলন করতে পারে সেজন্য প্রয়োজনীয় অনুশীলন যন্ত্রপাতি দেওয়া হয়েছে,’- বলেন তিনি।
তবে তিনি কী ধরনের শৃঙ্খলা ভঙ্গ করেছেন, তা বিস্তারিত জানায়নি ফেডারেশন।
সূত্র জানায়, টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে আরচারদের অনুশীলন ক্যাম্প চলছে। সেখানেই শৃঙ্খলা ভঙ্গ করেছেন রোমান সানা। ভিডিও প্রমাণ থাকায় তাকে শোকজ করেছে ফেডারেশন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ