জি-২০ সম্মেলনের দেখায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বলেছেন, তাইওয়ান ইস্যুতে বিপজ্জনক লাল সীমা অতিক্রম করবেন না।
জিনপিং বাইডেনকে বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে চীন ও যুক্তরাষ্ট্র যৌথ আগ্রহের জায়গাগুলোতে আরও বেশি অংশীদার হতে পারে, কম নয়।’
চীনের প্রেসিডেন্ট আরও বলেছেন, যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ হিসেবে নিতে চায় না চীন কিংবা চলমান বৈশ্বিক ক্রমও পরিবর্তনের কোনো ইচ্ছে বেইজিংয়ের নেই।’
বাইডেনকে সতর্ক করে জিনপিং বলেছেন, তাইওয়ান ইস্যুতে লাল সীমা বা রেড লাইন অতিক্রম করা যাবে না।
চীনের প্রেসিডেন্ট বাইডেনকে বলেছেন, ‘তাইওয়ান চীনের সাথে মার্কিন সম্পর্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই দুই দেশের সম্পর্ক রক্ষায় প্রথম রেড লাইন অতিক্রম করা উচিত নয়।’
ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়েও কথা বলেছেন বাইডেন জিনপিং। জিনপিং জানিয়েছেন, এই ইস্যুতে তিনি বেশ উদ্বিগ্ন।
সূত্র: এএফপি
বিডি প্রতিদিন/নাজমুল