এবার ক্রিস্টিয়ানো রোনালদোর বিস্ফোরক মন্তব্যের জবাব দিয়েছে তার ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। ক্লাবটি বলেছে তারা পুরো বিষয়টি খতিয়ে দেখছে।
অন্যদিকে জানা গেছে, বিস্ফোরক মন্তব্য করে ক্রিস্তিয়ানো রোনালদো শাস্তির মুখে পড়তে যাচ্ছে। শাস্তি স্বরূপ তাকে ১০ লাখ পাউন্ড জরিমানা করা হতে পারে।
ব্রডকাস্টার পিয়ার্স মর্গ্যানকে দেড় ঘণ্টার একটি সাক্ষাৎকার দিয়েছেন রোনালদো অভিযোগ করেন, ইউনাইটেডে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, ক্লাব থেকে তাকে জোর করে বের দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কোচ টেন হাগের প্রতি তার কোনো ধরনের শ্রদ্ধা নেই বলেও মন্তব্য করেন তিনি।
ইউনাইটেড সোমবার বিবৃতি দিয়ে জানিয়েছে, তারা পুরো বিষয়টি খতিয়ে দেখছে। পুরো ঘটনা জানার পর তারা এই বিষয়ে প্রতিক্রিয়া জানানোর কথা বিবেচনা করবে।
বিডি প্রতিদিন/নাজমুল