আইপিএল- ২০২৩ এর মিনি নিলামের আগে সব দলকে ১৫ নভেম্বরের মধ্যে তাদের রিটেন করা প্লেয়ার এবং ছেড়ে দেওয়া খেলোয়াড়দের তালিকা জমা দিতে বলা হয়েছে। শেষ দিনের আগে এমন অনেক রিপোর্ট বেরিয়ে আসছে। শোনা যাচ্ছে কানাঘুষো নামও।
প্রথম খবর এসেছে, হার্ডিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স থেকে, যারা তাদের দুই খেলোয়াড় রাহমানুল্লাহ গুরবাজ এবং লকি ফার্গুসনকে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে লেনদেন করেছে। পাশাপাশি জানা গেছে, এই দুই খেলোয়াড় ছাড়াও কেকেআর দিল্লি ক্যাপিটালসের শার্দুল ঠাকুরের সঙ্গে আমান খানের লেনদেন করেছে।
গত মৌসুমে লকি ফার্গুনসন গুজরাট টাইটান্সের হয়ে ১৩টি ম্যাচ খেলে ১২টি উইকেট নিয়েছিলেন, যার মধ্যে একটি ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। লকি ফার্গুসন ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত কলকাতায় খেলেছিলেন। গত মৌসুমে মোটা অংকের টাকার বিনিময়ে মেগা নিলামে এই নিউজিল্যান্ডের খেলোয়াড়কে তাদের দলে অন্তর্ভুক্ত করেছিল গুজরাট। ১০ কোটি রুপি খরচ করেছিল লকির পিছনে। অন্যদিকে, গুরবাজ গত বছর ইংল্যান্ডের ব্যাটসম্যান জেসন রয়ের বদলি হিসেবে গুজরাট টাইটান্স দলে অন্তর্ভুক্ত হয়েছিলেন, কিন্তু তিনি একটি ম্যাচও খেলেননি।
বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুরকে গত মৌসুমে ১০.৭৫ কোটি রুপিতে কিনেছিল দিল্লি ক্যাপিটালস। ২০২২ আইপিএলে খেলা ১৪ ম্যাচে ৯.৭৯ ইকোনমিরেটে ১৫টি উইকেট নিয়েছিলেন তিনি। ২০১৭ সালের পর এটাই আইপিএলে শার্দুলের সবচেয়ে খারাপ পারফরম্যান্স ছিল। ব্যাট হাতেও দিল্লির হয়ে ১৩৮ স্ট্রাইকরেটে ১২০ রান করেছিলেন তিনি।
একই সঙ্গে, আরসিবি এবং চেন্নাই সুপার কিংসের কিছু খেলোয়াড়ের নাম সামনে এসেছে, যাদের ছেড়ে দেওয়া হয়েছে। রিপোর্ট অনুযায়ী, আরসিবি ডেভিড উইলি, শেরফান রাদারফোর্ড, সিদ্ধার্থ কৌল, আকাশ দীপ এবং কর্ণ শর্মাকে ছেড়ে দিয়েছে।
অন্যদিকে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন সিএসকে ছেড়ে দিয়েছে ক্রিস জর্ডান, অ্যাডাম মিলনে, নারিন জাগদেসন এবং মিচেল স্যান্টনারকে। কিছু দিন আগে সিএসকে রবীন্দ্র জাদেজাকেও ছেড়ে দেওয়ার পরিকল্পনা করে ফেলেছিল। কিন্তু ধোনির নির্দেশে দল তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে।
এদিকে মুম্বাই ইন্ডিয়ান্স কায়রন পোলার্ডকে ছেড়ে দিয়েছে বলে জানা গেছে। লখনউ সুপার জায়ান্টস আবার মণিশ পাণ্ডে, অঙ্কিত রাজপুত, অ্যান্ড্রু টাইয়ের মতো প্লেয়ারদের ছেড়ে দিতে পারে বলে খবর। রাজস্থান রয়্যালস ছেড়ে দিতে পারে রবিচন্দ্রন অশ্বিনকে। সূত্র: হিন্দুস্তান টাইমস
বিডি প্রতিদিন/কালাম