অস্ট্রেলিয়ার মেলবোর্নে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের ফাইনালে গত রবিবার পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতে ইংল্যান্ড। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ক্যাচ নিতে গিয়ে চোটাক্রান্ত হন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। ২.১ ওভারে মাত্র ১৩ রান খরচ করে মাঠ ছাড়েন তিনি।
সেই সময়ে ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ২৯ বলে ৪১ রান। পাকিস্তান আফ্রিদির বোলিংয়ে জয়ের স্বপ্ন দেখছিল। কিন্তু চোটের কারণে আফ্রিদি মাঠ ছাড়ায় ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় পাকিস্তান।
ফাইনাল শেষে পাকিস্তানের পরাজয় নিয়ে একটি টিভি অনুষ্ঠানে বিশ্লেষণ করেছিলেন সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম ও শোয়েব মালিক। সেই সময় এক সমর্থক শাহিন আফ্রিদিকে নিয়ে একটি প্রশ্ন করেন। তার প্রশ্ন শুনেই মেজাজ হারান ওয়াসিম আকরাম।
ওয়াসিম আকরাম বলেন, আপনি যে প্রশ্নটি করেছেন তা জঘন্য খারাপ প্রশ্ন। আপনি কখনই খেলোয়াড়দের নিয়ে এভাবে কথা বলতে পারেন না। দেখুন আপনি শাহিন আফ্রিদি সম্পর্কে কী বলেছেন। এতে আমি খুব রাগ করেছি; আমি আপনার কাছে এমন প্রশ্ন কখনই কামনা করিনি।
ওয়াসিম আকরাম আরও বলেন, আমি মাঠে থাকলে আমার দলকে বলতাম শেষ বল পর্যন্ত লড়াই কর। নিজের সেরাটা দিয়ে চেষ্টা কর। শাহিন আফ্রিদি যেভাবে আহত হয়েছেন এটা নিয়ে কিছুই করার নেই। দুর্ভাগ্যবশত সেই ম্যাচের কঠিন মুহূর্তে চোট পেয়েছে। সে থাকলে ম্যাচের ফল অন্যরকমও হতে পারত। তবে আমি বলছি না যে আমরা জিততে পারতাম, তবে এটি এমন একটি সময়ে ছিল যখন খেলাটির ফল পরিবর্তন করা যেত।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ