শিরোনাম
৬ ডিসেম্বর, ২০২২ ১৫:১১

গোল্ডেন ডাক তবুও ডমিঙ্গোর শান্ত-বন্দনা!

অনলাইন ডেস্ক

গোল্ডেন ডাক তবুও ডমিঙ্গোর শান্ত-বন্দনা!

ফাইল ছবি

টেস্ট ও টি-টোয়েন্টিতে কালেভদ্রে কিছু ইনিংস খেললেও ওয়ানডেতে নিষ্প্রভ নাজমুল হোসেন শান্ত। সুযোগ পেয়েও একদিনের ক্রিকেটে তিনি কোনোভাবেই জ্বলে উঠতে পারছেন না। এমন কী চেনা মিরপুরেও হাসে না শান্তর ব্যাট।

ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও শান্তর ‘গোল্ডেন ডাক’। ঠিক আগের ওয়ানডেও প্রথম বলেই আউট হয়েছিলেন তিনি।

এমন ভঙ্গুর শান্তর সাফাই গাইতে গিয়ে দক্ষিণ কোরিয়া কিংবদন্তি জ্যাক ক্যালিসের প্রসঙ্গ টানলেন রাসেল ডমিঙ্গো। তিনি বলেন, ‘ক্যারিয়ারের প্রথম ১২ টেস্টে জ্যাক ক্যালিসের গড় ছিল ১২ ( যদিও সেই তথ্য ঠিক নয়, আসলে ক্যালিসের গড় ছিল ২৫.৪৭) । পরে সে বিশ্বের সবসময়ের সেরাদের একজন হয়ে ওঠে। শান্তর আরও ধারাবাহিক পারফর্ম করতে হবে। কিন্তু সে বেশ কিছু কঠিন উইকেটে খেলেছে। কিছু খেলোয়াড়কে নিয়ে আপনার ধৈর্য ধরতে হবে। ১২টা (আসলে ১৪) ওয়ানডে খুব বেশি খেলা না। সে খুব ভালো দলের সঙ্গে কঠিন উইকেটে খেলেছে।’ 

এখনো পর্যন্ত ১৪টি ওয়ানডে খেলে ১৩.৫০ গড়ে ১৮৯ রান আছে শান্তর। তার স্ট্রাইকরেটও মোটে ৬০.৯৬। সর্বশেষ দুই ম্যাচেই আউট হয়েছেন প্রথম বলে।

শান্তকে দলে রাখার আরও একটা যুক্তি দিলেন ডমিঙ্গো। তিনি বলেন ‘আমি ডান-বাম সমন্বয় পছন্দ করি। তাকে দেখে মনে হয় সাদা বলে সে ভিত খুঁজে পাচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে সে দুটি ফিফটি করেছে।’

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর