আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্লেয়ার অব দ্য মান্থের তালিকায় মনোনয়ন পেয়েছেন ইংল্যান্ডের আদিল রশিদ, জস বাটলার ও পাকিস্তানি পেসার শাহীন শাহ আফ্রিদি। তাদের মধ্যে থেকে একজনকে নভেম্বর মাসের সেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা করা হবে।
এছাড়া নারী ক্রিকেটারদের মধ্যে মনোনয়ন পেয়েছেন পাকিস্তানের সিদরা আমিন, থাইল্যান্ড নাথাকান চান্থাম ও আয়ারল্যান্ডের গ্যাবি লুইস।
শাহীন আফ্রিদি টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ বোলিং করেছেন। বাংলাদেশের বিপক্ষে ২২ রানে ৪ উইকেট নিয়ে পাকিস্তানের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছেন তিনি। এমন পারফরম্যান্সেই মাস সেরার মনোনয়ন পেয়েছেন তিনি।
জস বাটলার টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের অন্যতম সেরা পারফর্মার ছিলেন। ভারতের বিপক্ষে সেমিফাইনালে ৪৯ বলে ৮০ রানের অপরাজিত একটি ইনিংস খেলেছিলেন। জস বাটলার ও আলেক্স হেলের অসাধারণ ব্যাটিংয়ে ভর করে ভারতকে ১০ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল ইংল্যান্ড। এরপর তারা ফাইনালে পাকিস্তানকে হারিয়ে সীমিত ওভারের এই বিশ্ব আসরের শিরোপাও জিতেছে তারা।
টি-টোয়েন্টি বিশ্ব আসরে আদিল রশিদ ছিলেন দারুণ ইকোনোমিক্যাল। শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ১ উইকেট নিয়ে ম্যাচ সেরাও হয়েছিলেন তিনি। ফাইনালেও ২২ রানে ১ উইকেট নিয়েছিলেন এই স্পিনার।
বিডি প্রতিদিন/এমআই