তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ৬৯ রানে ছয় উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। এরপর দলকে বিপদমুক্ত করেন মাহমুদুল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজ।
১৪৮ রানের জুটি গড়ে রিয়াদ ৯৬ বলে ৭৭ রান করে আউট হলেও একপ্রান্ত আগলে রেখে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকান মিরাজ। সেঞ্চরি করতে মিরাজ খেলেন ৮৩ বল।
এর আগে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২৭১ রানের সংগ্রহ করে টাইগাররা। জয়ের জন্য ভারতের প্রয়োজন ২৭২ রান।
রিয়াদ আউট হলে নাসুম আহমেদ নেমে মিরাজকে ভালো সঙ্গ দেন। ধ্বংসস্তুপে দাঁড়িয়ে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে শেষ পর্যন্ত থেকেছেন অপরাজিত। ৮ চার ও ৪ ছক্কার ইনিংসে ৮৩ বলে ১০০ রান করেন মিরাজ। রোমাঞ্চকর অপেক্ষা শেষে ইনিংসের শেষ বলে গিয়ে পূর্ণ করেন শতক। আর নাসুম আহমদে ১১ বলে ১৮ রান করে ছিলেন অপরাজিত।
ভারতের হয়ে ওয়াশিংটন সুন্দর তিন এবং উমরান মালিক ও মোহাম্মদ সিরাজ নেন দু’টি করে উইকেট।
বিডি-প্রতিদিন/বাজিত
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        