আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন দক্ষিণ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াস। ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটে মনোযোগ দিতে এই সিদ্ধান্ত নিয়েছেন এই অলরাউন্ডার।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) বিবৃতিতে সোমবার অবসরের সিদ্ধান্ত জানান ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার।
প্রিটোরিয়াস বলেছেন, ‘আমার ক্যারিয়ারের বাকি সময়ের জন্য মনোযোগ টি-টোয়েন্টি ও অন্য সংক্ষিপ্ত সংস্করণে সরিয়ে নিচ্ছি আমি। ফ্রি এজেন্ট হলে সংক্ষিপ্ত সংস্করণে সেরা খেলোয়াড় হওয়ার লক্ষ্য অর্জন সহজ হবে। আমার ক্যারিয়ার ও পারিবারিক জীবনে ভালো ভারসাম্যও আসবে।’
দক্ষিণ আফ্রিকার হয়ে ৩০ টি-টোয়েন্টি, ২৭ ওয়ানডে ও তিন টেস্ট। সব মিলিয়ে উইকেট নিয়েছেন ৭৭টি। খেলেছেন একটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ।
বিডি প্রতিদিন/নাজমুল