স্প্যানিশ ক্লাব বার্সেলোনা যেমন লিওনেল মেসিকে দুই হাত ভরে দিয়েছে। মেসিও তেমন বার্সাকে দিয়েছেন সবটুকু উজাড় করে। মেসির উত্থানের সাক্ষী হয়ে আছে বার্সায় চারপাশ। তবে সেই বার্সেলোনা মেসি ছেড়েছিলেন একেবারে তিক্ত হয়ে, কেঁদেকেটে।
তারপরও বর্তমানে ফরাসি ক্লাব পিএসজিতে খেলা মেসির বার্সার প্রতি টান মোটেও কমেনি। তিনি এখনও হৃদয়ে লালন করছেন তার শৈশবের ক্লাব বার্সেলোনাকেই।
দারিও ওলেকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি আবারও জানালেন তিনি বার্সাতেই ফিরতে চান। এই আর্জেন্টাইন ফুটবলারের দাবি, বার্সেলোনা তার ঘর।
ওই সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘আমি যখন আমার ক্যারিয়ারে ইতি টানবো। আমি তখন বার্সেলোনা ফিরে আসবো, বাস করবো। এটা আমার ঘর।’
২০২২ কাতার বিশ্বকাপ জেতা মেসি জানিয়েছে, তিনি বার্সেলোনায় যাচ্ছেন। সেখান থেকেই সব বুঝে নেবেন। যেখানে রাখা আছে তার সমস্ত কিছু ও স্মৃতি।
বিডি প্রতিবেদন/নাজমুল