বিচার শেষ না হওয়া পর্যন্ত সাবেক বার্সেলোনা ও ব্রাজিলিয়ান তারকা দানি আলভেজকে কারাগারে আটক রাখার সিদ্ধান্ত দিয়েছেন বার্সেলোনার প্রাদেশিক আদালত।
মঙ্গলবার স্পেনের আদালতের বিচারক ৩৯ বছর বয়সী আলভেসের জামিন আবেদনে সাড়া দেননি। ফলে জেলেই থাকতে হচ্ছে আলভেসকে।
যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার গত ২০ জানুয়ারি থেকে কারাবন্দী আছেন।বিবৃতিতে আদালতের পক্ষ থেকে বলা হয়, ‘পালিয়ে যাওয়ার অধিক ঝুঁকি রয়েছে। কারণ এ ধরনের মামলায় কড়া সাজা হতে পারে। তার বিরুদ্ধে অপরাধের গুরুতর প্রমাণ রয়েছে এবং আর্থিক সামর্থ্য তাকে যেকোনো সময় স্পেন থেকে পালিয়ে যাওয়ার পথ করে দিতে পারে।’
আদালতের বিশ্বাস, শুধু পাসপোর্ট কেড়ে নিয়ে আলভেজকে স্পেন ছেড়ে যাওয়া থেকে আটকানো যাবে না।
বিবৃতিতে বলা হয়, ‘আকাশ কিংবা সমুদ্র, এমনকি সড়ক পথে কোনো ধরনের নথিপত্র ছাড়া সে স্পেন ছাড়তে পারে।’
উল্লেখ্য যে, গত ২ জানুয়ারি আলভেসের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা করেছিলেন এক নারী। ওই নারীর অভিযোগ ছিল, গত ৩০ ডিসেম্বর বার্সেলোনার একটি নৈশ ক্লাবে আলভেস তাঁকে যৌন হয়রানি করেছেন। আলভেজের বিরুদ্ধে ‘অনুমতি ছাড়া স্পর্শ’ করা অভিযোগ আনেন ওই নারী।
দানি আলভেস বার্সেলোনারই একজন কিংবদন্তি। ক্লাবটির হয়ে দুই মেয়াদে ৯ বছর খেলেছেন তিনি। ২০২২ সালে বার্সেলোনা ছেড়ে মেক্সিকান ক্লাব পুমাসে যোগ দিয়েছিলেন আলভেসে, চুক্তি ছিল ২০২৩ সালের জুন পর্যন্ত। কিন্তু তার বিরোদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর সেই চুক্তি বাতিল করে দিয়েছে পুমাস।
বিডি-প্রতিদিন/বাজিত