২৭ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:০৪

১০৩ ম্যাচ কম খেলেই রোনালদোর যে রেকর্ড ছুঁলেন মেসি

অনলাইন ডেস্ক

১০৩ ম্যাচ কম খেলেই রোনালদোর যে রেকর্ড ছুঁলেন মেসি

লিওনেল মেসি। ফাইল ছবি

স্মরণীয় এক রাতের মুখোমুখি হলেন লিওনেল মেসি। রবিবার দিবাগত রাতে কিলিয়ান এমবাপ্পের পাস থেকে ম্যাচের ২৯ মিনিটে গোলটি করে এই আর্জেন্টাইন জাদুকর ছুঁয়েছেন ক্লাব ক্যারিয়ারে ৭০০ গোলের মাইলফলক। এরইসঙ্গে নাম লেখান রোনালদোর পাশে।

শীর্ষ পর্যায়ের ক্লাব ফুটবলে ৭০০ গোল এখন মাত্র দুজনের। মেসির আগে এই মাইলফলক ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর, ক্লাব ক্যারিয়ারে তার গোল সংখ্যা ৭০৯।

তবে ইউরোপের শীর্ষ ৫ লিগে খেলে ৭০০ গোল করেছেন একমাত্র মেসিই। রোনালদোর ৭০৯ গোলের মধ্যে ৮টি সৌদি প্রো লিগ ও ৫টি পর্তুগিজ প্রিমেরা লিগায়।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টরি অ্যান্ড স্ট্যাটিসটিকসের (আইএফএফএইচএস) তথ্য অনুযায়ী, ক্লাব ফুটবল ক্যারিয়ারে ৭০০ গোল করতে মেসি খেলেছেন ৮৪০ ম্যাচ, যেখানে রোনালদোর লেগেছে ৯৪৩ ম্যাচ। সে হিসাবে রোনালদোর চেয়ে ১০৩ ম্যাচ কম খেলেই ৭০০ গোলের মাইলফলক ছুঁলেন মেসি।  

মেসির ৭০০ গোলের মধ্যে সিংহভাগই বার্সেলোনার হয়ে। সেটাই স্বাভাবিক। ১৯ বছরের ফুটবল ক্যারিয়ারে মেসি ১৫ বছর খেলেছেন কাতালানের হয়ে।

পরিসংখ্যান বলেছে, মেসি বার্সেলোনার হয়ে ৭৭৮ ম্যাচে করেছেন ৬৭২ গোল। বাকি ২৮টি গোল এসেছে পিএসজির হয়ে ৬২ ম্যাচে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর