‘হোম অব গলফ’ কুর্মিটোলা গলফ ক্লাবে আগামীকাল শুরু হচ্ছে ‘ওরিয়ন গ্রুপ ৩৬তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশীপ ২০২৩’। আজ জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের পর্দা উঠেছে।
গলফের মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট দশটি দেশ। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও খেলবেন অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ কোরিয়া,মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, নেপাল, ভূটান ও শ্রীলংকার তারকা অ্যামেচার গলফারা। টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করছে ওরিয়ন গ্রুপ।
দেশী-বিদেশী গলফারে মুখরিত কুর্মিটোলা গলফ ক্লাব। মাঠের লড়াই শুরু হবে আগামীকাল বুধবার (০৮ মার্চ) থেকে, টুর্নামেন্টের সমাপনী ১১ মার্চ। আজ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কুর্মিটোলায় প্রধান অতিথি হিসেবে থেকে উদ্বোধন করেন বাংলাদেশ গলফ ফেডারেশনের সিনিয়ন ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম। এ সময় ছিলেন বাংলাদেশ গলফ ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ব্রিগে. জেনা. শওকত ওসমান। এছাড়াও অনুষ্ঠানে ছিলেন টুর্নামেন্ট ডাইরেক্টর ব্রিগে. জেনা. আবিদুর রেজা খান (অব.), জয়েন্ট সেক্রেটারি কর্ণেল মো. শহিদুল হক (অব.) এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওরিয়ন গ্রুপের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।
আজ জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী ১০ দেশের গলফার, কোচ এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন ঘোষণার সময় প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল জহিরুল বলেন, ‘ওরিয়ন গ্রুপ ৩৬তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপের মতো মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট আয়োজন করতে পেরে আমরা গবির্ত। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এবং এই টুর্নামেন্টের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানাই। অংশগ্রহণকারী সব দেশ এবং গলফারদের জন্য অভিনন্দন। এটা সব গলফারের জন্য দারুন একটি অভিজ্ঞতা। গত ৩৫ বছর থেকে বাংলাদেশ গলফ ফেডারেশন সাফল্যের সঙ্গে এই টুর্নামেন্টটি আয়োজন করে আসছে। আমি সবার মঙ্গল কামনা করছি।’
বাংলাদেশ গলফ ফেডারেশনের সেক্রেটারি জেনারেল মো. শওকত ওসমান বলেন, ‘এই টুর্নামেন্টটি অ্যামেচার গলফারদের জন্য একটি দারুন প্লাটফরম। আমি আশা করছি বাংলাদেশ আবারও চ্যাম্পিয়ন হবে। আমরা আয়োজক হিসেবেও সফল হবো।’
বাংলাদেশ দলের সিনিয়র কোচ মোহাম্মদ রিপন শিরোপা জয়ের আশাবাদ ব্যক্ত করে বলেন,‘আমাদের প্রস্তুতি অনেক ভালো। অনেক দিন থেকে আমাদের গলফাররা কঠোর পরিশ্রম করছেন। আশা করছি, আমরাই চ্যাম্পিয়ন হবো।’
বাংলাদেশের গলফার সাহাবুদ্দিন বলেন, ‘এটা আমাদের জন্য দারুন সুযোগ। নিজেদের কোর্সে খেলা। আমরা দারুন প্রস্তুতিও নিয়েছি।’ আরেক গলফার শফিক বাঘা বলেন, ‘এখানে সব কিছুই আমাদের অনুকূলে। আশা করছি, ফলও ইতিবাচক হবে। অনেক তারকা গলফার এসেছেন, মনে হয় কঠিন লড়াই হবে।’
টুর্নামেন্টে অংশ নিচ্ছেন অস্ট্রেলিয়ার একমাত্র প্রতিনিধি হিসেবে গলফার আরব ডি শাহ। তিনি বলেন, ‘এখানকার আয়োজন দেখে আমি মুগ্ধ। আমার প্রস্তুতিও অনেক ভালো। আশা করছি ভালো ফল পাবো।’
ভারতের গলফার অর্জুন সিং ভাটিয়া বলেন, ‘কুর্মিটোলা গলফ কোর্স দেখে মনে হয়েছে অনেক চ্যালেঞ্জিং। তবে আমি আশাবাদী। আন্তর্জাতিক পর্যায়ে খেলতে হলে, যেকোনো কোর্সের সঙ্গেই মানিয়ে নিতে হবে।’
নেপালের গলফার সুবাস তামাং বলেন, ‘চ্যাম্পিয়ন হতেই বাংলাদেশে এসেছি। জানি না কি হবে। তবে আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করবো।’
বিডি প্রতিদিন/হিমেল