বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি অনুযায়ী, চলতি বছরের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্বে থাকার কথা ছিল রাসেল ডমিঙ্গোর। তবে গত বছর নিজ থেকেই বাংলাদেশের দায়িত্ব থেকে সরে দাঁড়ান দক্ষিণ আফ্রিকান এই কোচ।
টাইগারদের দায়িত্ব ছেড়ে এবার নতুন দায়িত্ব পেয়েছেন প্রোটিয়া এই কোচ। নেদারল্যান্ডস ক্রিকেট দলের কোচিং স্টাফের দায়িত্ব পেয়েছেন ডমিঙ্গো। তবে নেদারল্যান্ডস দলে তার পদ কি, তা এখনও নিশ্চিত করেনি।
চলতি মাসে আফ্রিকা সফরে যাবে নেদারল্যান্ডস। সেখানে প্রথমে জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে তারা। এরপর দক্ষিণ আফ্রিকায় গিয়ে দুটি ওয়ানডে খেলবে ডাচরা। আর সেই দুই সিরিজের জন্য ১৭ সদস্যের দলও ঘোষণা করেছে নেদারল্যান্ডস।এক সময় দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের কোচ রাসেল ডমিঙ্গো ২০১৯ সালে বাংলাদেশের দায়িত্ব নেন। দুই বছরের চুক্তির পর আরও দুই বছরের নতুন চুক্তি করা হয় তার সঙ্গে। তবে গত বছর বিসিবির মনোভাব টের পেয়ে নিজ থেকে সরে যান দক্ষিণ আফ্রিকান এই কোচ।
ডমিঙ্গোর অধীনে ২২ টেস্ট খেলেছে বাংলাদেশ। যেখানে ১৭টিতেই হেরেছে তারা, আর জয় মাত্র তিনটিতে। ৫৯ টি–টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের জয় ছিল ২৩ টি, হার ৩৫টিতে। তবে এক দিনের ক্রিকেটে সাফল্যের হারই ছিল বেশি। ডমিঙ্গোর অধীনে ৩০ ম্যাচের ২১টিতেই জিতেছিল বাংলাদেশ দল।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ